মরসুমের প্রথম শৈত্যপ্রবাহ দেখল দিল্লি
নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): মরসুমের প্রথম শৈত্যপ্রবাহ দেখল দিল্লি। শনিবার ছিল এখনও পর্যন্ত রাজধানীর শীতলতম দিন। সর্বোচ্চ তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমে ৫.৩ ডিগ্রিতে নেমে যায়। মৌসম ভবন সূত্রের খবর, তাদ
মরসুমের প্রথম শৈত্যপ্রবাহ দেখল দিল্লি


নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): মরসুমের প্রথম শৈত্যপ্রবাহ দেখল দিল্লি। শনিবার ছিল এখনও পর্যন্ত রাজধানীর শীতলতম দিন। সর্বোচ্চ তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমে ৫.৩ ডিগ্রিতে নেমে যায়।

মৌসম ভবন সূত্রের খবর, তাদের পাঁচটির মধ্যে দু'টি পর্যবেক্ষণ কেন্দ্র সফদরজং এবং পালাম থেকে 'শৈত্যপ্রবাহের' রিপোর্ট মিলেছে। দিনভর ঘন কুয়াশায় চার দিক ঢেকে থাকার দৃশ্যমানতাও একেবারে কমে যায়। রেকর্ড অনুযায়ী, সকাল সাড়ে আটটায় সফদরজঙে দু'শো মিটার এবং এবং পালামে ৩৫০ মিটার।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande