
শ্রীনগর, ২১ ডিসেম্বর (হি.স.): কাশ্মীরে শীতের সবচেয়ে তীব্র পর্যায় 'চিলাই কালান' শুরু হল রবিবার। উচ্চ পার্বত্য অঞ্চলে হয়েছে মরসুমের প্রথম তুষারপাত। সেইসঙ্গে বৃষ্টি নেমেছে উপত্যকায়। তুষারপাতের ফলে উচ্চ পার্বত্য অঞ্চলের জলাধারগুলিতে জলের পরিমাণ বেড়েছে। শ্রীনগরে রবিবার তাপমাত্রা দাঁড়িয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াসে।
প্রথম তুষারপাতের খবর এসেছে গুরেজ, ওয়ারওয়ান উপত্যকা এবং দক্ষিণ ও উত্তর কাশ্মীরের উঁচু এলাকা থেকে। তুষারে ঢেকেছে সিন্থান টপ, রাজদান পাস, সাধনা টপ, জোজিলা ও সোনমার্গ। শুধু কাশ্মীর নয়, দ্রাস ও কার্গিল জেলার একাংশেও নতুন তুষারপাত রেকর্ড হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম দীর্ঘ শুষ্ক আবহাওয়া ছিল এবার। প্রায় দু’মাস ধরে কোনও বৃষ্টি বা তুষারপাত না হওয়ায় নদী, ঝরনা ও প্রাকৃতিক ঝর্ণাগুলির জলস্তর ভয়াবহভাবে কমে গিয়েছিল। শুষ্ক ঠান্ডা আরও তীব্র হয়ে উঠেছিল, বাড়ছিল জলাভাবের আশঙ্কা। সেই জায়গায় দাঁড়িয়ে এই তুষারপাত অনেকটাই স্বস্তি এনে দিয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, রবিবার থেকে জম্মু ও কাশ্মীর-এর উঁচু এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিনে এই তুষার-বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বিশেষ করে উঁচু পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ