

ডিব্রুগড় (অসম), ২১ ডিসেম্বর (হি.স.) : উজান অসমের ডিব্রুগড় জেলার অন্তর্গত নামরূপে ১০,৬০১ কোটি টাকা ব্যয়সাপেক্ষে প্রস্তাবিত ১২.৭ লক্ষ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন ব্রাউনফিল্ড অ্যামোনিয়া-ইউরিয়া সার উৎপাদন প্ল্যান্টের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ সার উৎপাদনকে শক্তিশালী করা এবং আমদানির ওপর নির্ভরতা কমানোর দিকে একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
চলতি বছরের মার্চ মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই প্রকল্প চালু করার সিদ্ধান্তে সিলমোহর পড়েছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড (বিভিএফসিএল)-এর বিদ্যমান চত্বরে প্রকল্পটি বাস্তবায়ন করবে অসম ভ্যালি ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড (এভিএফসিসিএল)। কারখানাটিকে ২০৩০ সালের মধ্যে চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অ্যামোনিয়া-ইউরিয়া সার উৎপাদন প্ল্যান্টের শিলান্যাস কার্যক্রমে অন্য বহুজনের সঙ্গে ছিলেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্রীচ সর্বানন্দ সনোয়াল, রাজ্যের মন্ত্রী বিমল বরা, মন্ত্রী প্রশান্ত ফুকন, মন্ত্ৰী যোগেন মোহন প্ৰমুখ সহ বেশ কয়েকজন বিধায়ক।
প্ৰসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে গঠিত হয়েছে অসম ভ্যালি ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড। এটি অসম সরকার, অয়েল ইন্ডিয়া, ন্যাশনাল ফার্টিলাইজারস লিমিটেড, হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়ন লিমিটেড এবং ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড-এর যৌথ উদ্যোগে পরিচালিত হবে। নতুন এই ইউনিটটি উত্তর-পূর্বাঞ্চল এবং পূর্ব ভারতের সার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস