শ্রীনগর বিমানবন্দরে বাতিল বেশ কিছু বিমান
শ্রীনগর, ২১ ডিসেম্বর (হি.স.): উপত্যকার উপরের অংশে তুষারপাত এবং সমতল অংশে বৃষ্টির ফলে তৈরি হওয়া ঘন কুয়াশায় রবিবার শ্রীনগর বিমানবন্দরে ১১টি বিমানের ওঠা-নামা বাতিল হয়ে গেল। দিল্লি এবং জম্মু বিমানবন্দরে খারাপ আবহাওয়ার কারণে শ্রীনগরগামী আরও দু''টি বিমান
শ্রীনগর বিমানবন্দরে বাতিল বেশ কিছু বিমান


শ্রীনগর, ২১ ডিসেম্বর (হি.স.): উপত্যকার উপরের অংশে তুষারপাত এবং সমতল অংশে বৃষ্টির ফলে তৈরি হওয়া ঘন কুয়াশায় রবিবার শ্রীনগর বিমানবন্দরে ১১টি বিমানের ওঠা-নামা বাতিল হয়ে গেল। দিল্লি এবং জম্মু বিমানবন্দরে খারাপ আবহাওয়ার কারণে শ্রীনগরগামী আরও দু'টি বিমানও বাতিল হয়ে যায়। বেলা পর্যন্ত উড়তে না পেরে বিমানবন্দরে অপেক্ষা করে তিনটি বিমান। দু'টি বিমান নির্ধারিত সময়ের পরে বিমানবন্দরে নামবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের উঁচু এলাকাগুলিতে হালকা তুষারপাত শুরু হয়েছে। রবিবার গুলমার্গ, সোনমার্গ অঞ্চলে তুষারপাত হয়েছে বলে খবর। বেলা বাড়ার সঙ্গে বাড়তে পারে তুষারপাতের মাত্রা। অন্য দিকে, সমতলে ঝিরঝিরে বৃষ্টি চলছেই। সন্ধ্যা পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত হলে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে সমতলের কিছু এলাকাতেও তুষারপাত হতে পারে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande