৪৬ জনের মৃত্যুর দায় নিতে হবে কমিশনকে, সুর চড়ালেন মমতা
কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স. ) : “নির্বাচন কমিশন ৪৬ জন লোকের প্রাণ নিয়েছো। বিএলও-দের দোষ নয়, দোষ তোমাদের। দায়িত্ব নিতে হবে।” সোমবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বিএলএ-দের সঙ্গে বৈঠকে এভাবে সুর চড়ালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ধরুন
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স. ) : “নির্বাচন কমিশন ৪৬ জন লোকের প্রাণ নিয়েছো। বিএলও-দের দোষ নয়, দোষ তোমাদের। দায়িত্ব নিতে হবে।” সোমবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বিএলএ-দের সঙ্গে বৈঠকে এভাবে সুর চড়ালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “ধরুন বাংলায় নাম হল একতা। ইংরেজিতে কেউ এ ব্যবহার করে, কেউ ই ব্যবহার করে। তুমি সেটা দেখেও নাম কেটে দিয়েছ! এর জন্য তো তাকে আত্মহত্যা করতে হল। এর দায় কার!

তৃণমূলনেত্রীর অভিযোগ, যে কাজ করতে দু’বছর সময় লাগে, সেই কাজ দু’মাসে করার চেষ্টা হচ্ছে। বিজেপি শিবিরকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “তোমরা চক্রান্ত করেও কিচ্ছু করতে পারবে না।”

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ভোটারদের খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ বার শুরু হয়েছে শুনানির জন্য সংশ্লিষ্ট ভোটারদের নোটিস পাঠানোর প্রক্রিয়া। এই পরিস্থিতিতে সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বুথস্তরের এজেন্ট (বিএলএ)-দের নিয়ে সভা ডাকেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সূত্রে খবর, কলকাতার ১১টি বিধানসভা এলাকার দলীয় বিএলএ-সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির বাছাই করা কিছু এলাকার বিএলএ-দের এই সভায় ডাকা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande