কুল্লু–মান্ডি এলাকায় মাদক সহ গ্রেফতার এক যুবক
কুল্লু, ২২ ডিসেম্বর (হি.স.) : মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স। হিমাচলের মান্ডি জেলার বিন্দ্রাভানি ফ্লাইওভারের কাছে প্রায় ১ কেজি ৯৫০ গ্রাম মাদক (গাঁজা )-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে অ্যান্টি
কুল্লু–মান্ডি এলাকায় মাদক সহ গ্রেফতার এক যুবক


কুল্লু, ২২ ডিসেম্বর (হি.স.) : মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স। হিমাচলের মান্ডি জেলার বিন্দ্রাভানি ফ্লাইওভারের কাছে প্রায় ১ কেজি ৯৫০ গ্রাম মাদক (গাঁজা )-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার গভীর রাতে অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স, কুল্লু ইউনিটের একটি দল মান্ডি ফ্লাইওভারের নিচে তল্লাশি অভিযান চালাচ্ছিল। সেই সময় পন্ডোহ দিক থেকে হেঁটে আসা এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তার ব্যাগ তল্লাশি করে। তল্লাশিতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম নরেন্দ্র কুমার (৩৪)। তিনি হিমাচল প্রদেশের মান্ডি জেলার বালিচৌকি তহশিলের নলওয়াগি গ্রামের বাসিন্দা। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া মাদক (গাঁজা ) বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাঁকে হেফাজতে নেওয়া হয়।

অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্সের এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande