
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): সোমবার সকালে ঘন ধূসর ধোঁয়াশায় ঢেকে যায় দেশের রাজধানী দিল্লি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদের তথ্য অনুযায়ী, সকালে শহরের বাতাসের গড় গুণমান সূচক ছিল ৩৬৬, যা 'খুব খারাপ' পর্যায়ের মধ্যে পড়ে। দিল্লির সাতটি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক। ওই সব স্টেশনে 'গুরুতর' পর্যায়ে পৌঁছেছে বাতাসের মান। এর মধ্যে নারেলা এলাকায় সর্বোচ্চ রেকর্ড হয়েছে ৪১৮।
উল্লেখ্য, বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) এর সূচক ০-৫০ এর মধ্যে থাকলে 'ভালো', ৫১-১০০ একিউআই-কে 'সন্তোষজনক' হিসেবে গণ্য করা হয়, ১০১-২০০ একিউআই-কে 'মাঝারি' গুণমান হিসেবে ধার্য করা হয়, ২০১-৩০০ একিউআই-কে 'খারাপ' বলা হয়ে থাকে, ৩০১-৪০০ একিউআই-কে 'খুব খারাপ' পর্যায়ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং ৪০১-৫০০ কে 'গুরুতর' বলে বিবেচনা করা হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ