হাওড়ায় ঝলসে মৃত্যু একই পরিবারের ৪ জনের
হাওড়া, ২২ ডিসেম্বর (হি স): ঘরের মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুরে। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ ওই আগুন লাগে বলে খবর। পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে। জয়পুর থানা
আগুন


হাওড়া, ২২ ডিসেম্বর (হি স): ঘরের মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুরে। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ ওই আগুন লাগে বলে খবর। পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে।

জয়পুর থানার সাউড়িয়া সিং পাড়ায় এই ঘটনায় মৃতরা হলেন ভারু দোলুই (৮০), দুধকুমার দোলুই (৪৫), রত্না দলুই (৩৫) এবং শম্পা দোলুই (১৫)। পুলিশ তাঁদের দগ্ধ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। কী ভাবে গোটা বাড়িতে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়িতে আগুন লাগে তা মাটির এবং অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া ছিল। রাতে খাওয়াদাওয়ার পরে দোলুই পরিবারের সকলেই ঘুমোচ্ছিলেন। গভীর রাতে আচমকা বাড়িতে আগুন লাগে। বাড়ির ভিতরে রাখা জিনিসপত্রও আগুনে পুড়ে যায়। ওই চার জন বাড়ি থেকে বেরিয়ে আসার সুযোগ পাননি। আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁদের।

এ দিকে তাঁদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande