
লখনউ, ২২ ডিসেম্বর (হি.স.): রবিবার গভীর রাতে উত্তর প্রদেশের দেওরিয়া জেলার সালেমপুর থানার অন্তর্গত ধনৌটি রায় গ্রামের কাছে সোহানাগ-বার্থা রাজ্য সড়কে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক গরু পাচারকারী। ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িতে করে তিনটি গরু নিয়ে যাওয়া হচ্ছিল। সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটি থামাতে গেলে ভিতরে থাকা ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। পাল্টা জবাব দেয় পুলিশও। ভোলু যাদব (২৬) নামে এক যুবকের ডান পায়ে গুলি লাগে। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িতে থাকা বাকি দু'জনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ