রাজাবাজারে প্রকাশ্যে খুন ফলবিক্রেতা যুবক
কলকাতা, ২২ ডিসেম্বর (হি.স.): সাতসকালে রাজাবাজারে হাড় হিম করা খুনের ঘটনা ঘটল প্রকাশ্যে। ছুরির আঘাতে প্রাণ হারালেন মেহবুব আলম নামে এক যুবক। পুলিশ সূত্রের খবর, মেহবুবকে এলোপাথারি ছুরির কোপ মেরে গাড়িতে চেপে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় রাস্ত
রাজাবাজারে প্রকাশ্যে খুন ফলবিক্রেতা যুবক


কলকাতা, ২২ ডিসেম্বর (হি.স.): সাতসকালে রাজাবাজারে হাড় হিম করা খুনের ঘটনা ঘটল প্রকাশ্যে। ছুরির আঘাতে প্রাণ হারালেন মেহবুব আলম নামে এক যুবক। পুলিশ সূত্রের খবর, মেহবুবকে এলোপাথারি ছুরির কোপ মেরে গাড়িতে চেপে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন ওই যুবক। পরে তাঁকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়| চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থলে গিয়েছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। জানা যাচ্ছে, নিহত ওই যুবক পেশায় ফলবিক্রেতা| এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পড়ে যায় রাজাবাজার এলাকায়। কিন্তু কেন এই হামলা? নেপথ্যে কারা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande