লগ্নজিতা-কান্ডে অভিযুক্তর সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল
কলকাতা, ২২ ডিসেম্বর (হি স): সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীর হেনস্থার ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত স্কুল মালিক৷ তাঁর সঙ্গে রাজ্যের শাসক দলের যোগাযোগের প্রসঙ্গ উঠেছে। যদিও তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যোগসাজশের অভিযোগ খারিজ করেছে দলের নেতৃত
লগ্নজিতা-কান্ডে অভিযুক্তর সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল


কলকাতা, ২২ ডিসেম্বর (হি স): সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীর হেনস্থার ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত স্কুল মালিক৷ তাঁর সঙ্গে রাজ্যের শাসক দলের যোগাযোগের প্রসঙ্গ উঠেছে। যদিও তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যোগসাজশের অভিযোগ খারিজ করেছে দলের নেতৃত্ব।

রবিবার রাতে দলের মুখপাত্র কুণাল ঘোষ এক্সবার্তায় লিখেছেন, “শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, তা দুর্ভাগ্যজনক, নিন্দনীয়। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। লগ্নজিতা যে গানটি গাইতে গিয়ে বাধা পেয়েছেন, তিনি সেটি বারবার গাইবেন, একশোবার গাইবেন।”

এর আগে, পূর্ব মেদিনীপুরের এক জরুরি সাংবাদিক সম্মেলন করে ভগবানপুর-১ নম্বর ব্লকের তৃণমূল নেতৃত্ব৷ সেখানে জানানো হয়, অভিযুক্তের সঙ্গে দলের কোনও যোগ নেই ৷ পাশাপাশি, প্রশাসনের উপর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানায় শাসকদল৷ ধৃত ব্যবসায়ীর সঙ্গে দলের দূরত্বের কথা জানাতেই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

একইসঙ্গে সংবাদমাধ্যমের একাংশের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন তৃণমূলের শাখা (ব্লক) সভাপতি। তাঁর দাবি, কিছু সংবাদমাধ্যম কোনও তথ্যপ্রমাণ ছাড়াই অভিযুক্তকে তৃণমূলের অংশ বলে প্রচার চালাচ্ছে । এই ধরনের 'মিথ্যাচার' সংবাদমাধ্যমের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে বলে তিনি মনে করেন।

শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন লগ্নজিতা। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তাঁকে হেনস্থার শিকার হতে হয়। গায়িকার অভিযোগ, 'জাগো মা' গানটি গায়ছিলেন তিনি। তার কিছুক্ষণ পরেই দর্শকাসন থেকে স্কুলমালিক মেহবুব মল্লিক উঠে আসেন মঞ্চে। তাঁকে মারধর করতে উদ্যত হন ও অভব্য আচরণ করেন। সঙ্গীতশিল্পীর অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত মেহবুবকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ভগবানপুর এলাকার বেলুদিয়া গ্রামের বাসিন্দা। শুধু তাই নয়, এই ঘটনায় গুরুত্ব না দেওয়ার দায়ে ভগবানপুর থানার ওসির বিরুদ্ধে পদক্ষেপ করে জেলা পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande