
নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): বড়দিনের আগে দেশবাসীকে বিশেষ উপহার দিল ইসরো। বুধবার সকালে সফল ভাবে উৎক্ষেপণ করা হল এলভিএম৩ রকেট। এই রকেটের মাধ্যমে আমেরিকার কৃত্রিম উপগ্রহ ব্লুবার্ড-৬-কে লো আর্থ অরবিটে পাঠানো হয়। সফল উৎক্ষেপণের পরে ইসরোকে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| তিনি জানান, সফল এলভিএম৩-এম৬ উৎক্ষেপণের জন্য টিম ইসরো-কে অভিনন্দন। তিনি আরও বলেন, মহাকাশ প্রযুক্তির জন্য ভারতকে একটি বিশ্বব্যাপী গন্তব্য হিসেবে গড়ে তোলার মোদীজির স্বপ্নকে বাস্তবায়িত করেছে এটা।
উল্লেখ্য, বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে 'ব্লু বার্ড ৬' উপগ্রহ নিয়ে পাড়ি দিয়েছে রকেট এলভিএম৩। উপগ্রহটি আমেরিকার। এর লক্ষ্য মহাকাশ থেকে সরাসরি সাধারণ স্মার্ট ফোনে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া। এর ফলে আলাদা কোনও যন্ত্র লাগবে না। এই উৎক্ষেপণের আলাদা গুরুত্ব রয়েছে। কারণ, এর জন্য ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড চুক্তিবদ্ধ হয়েছে আমেরিকার একটি সংস্থার সঙ্গে। নির্ধারিত সময়ের কিছু সময় পরে হয়েছে এ দিনের উৎক্ষেপণ। ইসরোর তরফে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই এই পদক্ষেপ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ