
নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): বুধবার সকালে সফল ভাবে উৎক্ষেপণ করা হল এলভিএম৩ রকেট। এই রকেটের মাধ্যমে আমেরিকার কৃত্রিম উপগ্রহ ব্লুবার্ড-৬-কে লো আর্থ অরবিটে পাঠানো হয়। সফল উৎক্ষেপণের পরে ইসরোকে শুভেচ্ছা জানান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ। উপরাষ্ট্রপতি জানান, এই অভিযান ভারতের মহাকাশ বিজ্ঞান এবং বিশ্বব্যাপী প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্বের প্রদর্শন করেছে। এলভিএম৩-এম৬ এর সফল উৎক্ষেপণ আমাদের ভারী-উত্তোলক উৎক্ষেপণ ক্ষমতাকে শক্তিশালী করেছে এবং ভবিষ্যতের মহাকাশ অভিযান এবং বাণিজ্যিক উৎক্ষেপণ পরিষেবার পথ প্রশস্ত করবে।
উল্লেখ্য, বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে 'ব্লু বার্ড ৬' উপগ্রহ নিয়ে পাড়ি দিয়েছে রকেট এলভিএম৩। উপগ্রহটি আমেরিকার। এর লক্ষ্য মহাকাশ থেকে সরাসরি সাধারণ স্মার্ট ফোনে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া। এর ফলে আলাদা কোনও যন্ত্র লাগবে না। এই উৎক্ষেপণের আলাদা গুরুত্ব রয়েছে। কারণ, এর জন্য ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড চুক্তিবদ্ধ হয়েছে আমেরিকার একটি সংস্থার সঙ্গে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ