নিধি প্রকল্পে উত্তর প্রদেশে নারী উদ্যোক্তাদের মিলছে শক্ত ভিত
লখনউ, ২৪ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে গত সাড়ে আট বছরে উত্তর প্রদেশে উন্নয়নের নতুন দিশা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলার পাশাপাশি উদ্ভাবন, স্টার্টআপ ও আত্মনির্ভরতার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এই প্রেক্ষি
নিধি প্রকল্পে উত্তর প্রদেশে নারী উদ্যোক্তাদের মিলছে শক্ত ভিত


লখনউ, ২৪ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে গত সাড়ে আট বছরে উত্তর প্রদেশে উন্নয়নের নতুন দিশা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলার পাশাপাশি উদ্ভাবন, স্টার্টআপ ও আত্মনির্ভরতার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের ‘নিধি’ প্রকল্প উত্তর প্রদেশে বিশেষত নারী নেতৃত্বাধীন উদ্যোগগুলির জন্য এক ইতিবাচক পরিবেশ তৈরি করেছে।

২০১৬ সালে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের উদ্যোগে শুরু হওয়া নিধি প্রকল্পের লক্ষ্য প্রাথমিক পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক স্টার্টআপগুলিকে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান। এই প্রকল্পে এখনও পর্যন্ত দেশজুড়ে ৭১৪টি নারী নেতৃত্বাধীন স্টার্টআপ সহায়তা পেয়েছে। ২০১৭-১৮ সালে ২৩টি, ২০২৩-২৪ সালে ১৫২টি, ২০২৪-২৫ সালে ১৪০টি এবং ২০২৫-২৬ সালে ৮৪টি নারী স্টার্টআপকে সহায়তা দেওয়া হয়েছে।

নিধি প্রকল্পের আওতায় উত্তর প্রদেশে ২৫টি নারী নেতৃত্বাধীন স্টার্টআপ আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা পেয়েছে। এর ফলে রাজ্যের নারীরা শুধু কর্মসংস্থানের সন্ধানেই নয়, কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবেও এগিয়ে আসছেন। রাজ্য সরকারের স্টার্টআপ নীতি ও নারী ক্ষমতায়ন সংক্রান্ত উদ্যোগ এই পরিবর্তনকে ত্বরান্বিত করেছে।

রাজ্যে ৭টি প্রযুক্তি ব্যবসা ইনকিউবেটর ও অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি ব্যবসা ইনকিউবেটর স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রগুলির মাধ্যমে নারী উদ্যোক্তাদের প্রযুক্তিগত পরামর্শ, ব্যবসায়িক কৌশল, আইনি ও নিয়ামক সহায়তা প্রদান করা হচ্ছে। এর ফলে ছোট শহর ও মফস্বলের নারীরাও উদ্ভাবনভিত্তিক উদ্যোগ শুরু করার সুযোগ পাচ্ছেন।

রাজ্য সরকারের মতে, টিয়ার-১ ও টিয়ার-২ শহরগুলিতেও স্টার্টআপ সংস্কৃতির প্রসার ঘটছে, যা স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande