দিল্লি বিস্ফোরণ মামলায় অভিযুক্তদের হেফাজতের মেয়াদ বাড়লো
নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): দিল্লির লাল কেল্লা বিস্ফোরণ মামলায় ধৃত সাত অভিযুক্তের হেফাজতের মেয়াদ ১৫ দিন বাড়াল দিল্লির আদালত। বুধবার ধৃতদের এনআইএ পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হয়। আদিল রাঠের, শাহিন সাইদ ও মুজাম্মিল শাকিল গনাই নামে তিন চিকিৎসক
দিল্লি বিস্ফোরণ মামলায় অভিযুক্তদের হেফাজতের মেয়াদ বাড়লো


নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): দিল্লির লাল কেল্লা বিস্ফোরণ মামলায় ধৃত সাত অভিযুক্তের হেফাজতের মেয়াদ ১৫ দিন বাড়াল দিল্লির আদালত। বুধবার ধৃতদের এনআইএ পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হয়। আদিল রাঠের, শাহিন সাইদ ও মুজাম্মিল শাকিল গনাই নামে তিন চিকিৎসক এবং মৌলবি ইরফান আহমেদ ওয়াগে, জসির বিলাল ওয়ানি, আমির রশিদ আলি এবং সোয়েবের আরও ১৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর দিল্লিতে লালকেল্লা মেট্রো গেটের কাছেই একটি গাড়িতে বিস্ফোরণ হয়। তদন্তে নেমে জানা যায়, এটি একটি ‘হোয়াইট কলার মডিউল’ জঙ্গি হামলার অংশ। দেশের আরও কয়েকটি জায়গায় এই ধরনের হামলা চালানোর পরিকল্পনা ছিল ধৃতদের। দিল্লির ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে, ২০ জন মানুষ আহত হয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande