রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ভারতীয় প্রতিরক্ষা অ্যাকাউন্টস সার্ভিসের শিক্ষানবীশ আধিকারিকদের
নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): ভারতীয় প্রতিরক্ষা অ্যাকাউন্টস সার্ভিসের শিক্ষানবীশ আধিকারিকরা বুধবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি আধিকারিকদের বলেন, ভারতীয় সেনাবাহিনী এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য সংস্থায়
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ভারতীয় প্রতিরক্ষা অ্যাকাউন্টস সার্ভিসের শিক্ষানবীশ আধিকারিকদের


নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): ভারতীয় প্রতিরক্ষা অ্যাকাউন্টস সার্ভিসের শিক্ষানবীশ আধিকারিকরা বুধবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি আধিকারিকদের বলেন, ভারতীয় সেনাবাহিনী এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য সংস্থায় আর্থিক সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ভারতীয় প্রতিরক্ষা অ্যাকাউন্টস সার্ভিস। রাষ্ট্রপতি এও বলেন, আমরা এক দ্রুত পরিবর্তনশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ভূ-রাজনৈতিক পরিবেশ এবং সুরক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ জরুরি হয়ে পড়েছে। আত্মনির্ভর ভারত নির্মাণ এবং সুস্থায়ী প্রতিরক্ষা পরিমণ্ডল গড়ে তোলার ক্ষেত্রে এই বিভাগের আধিকারিকরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেন বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, পদমর্যাদা বা স্বীকৃতির মধ্যে সেবার প্রকৃত ভাবনা নিহিত নেই, বরং ধারাবাহিক কাজের মধ্যে দিয়ে দেশের নাগরিকদের কল্যাণ করা যেতে পারে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande