দিল্লি মেট্রোর পর্যায় ৫ (এ) প্রকল্পের আওতায় তিনটি নতুন করিডর নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রোর পর্যায় ৫ (এ) প্রকল্পের আওতায় তিনটি নতুন করিডর নির্মাণে অনুমোদন দিয়েছে। এই তিনটি করিডর হল – আর কে আশ্রম মার্গ থেকে ইন্দ্রপ্রস্থ (৯.৯১৩ কিলো
দিল্লি মেট্রোর পর্যায় ৫ (এ) প্রকল্পের আওতায় তিনটি নতুন করিডর নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রোর পর্যায় ৫ (এ) প্রকল্পের আওতায় তিনটি নতুন করিডর নির্মাণে অনুমোদন দিয়েছে।

এই তিনটি করিডর হল – আর কে আশ্রম মার্গ থেকে ইন্দ্রপ্রস্থ (৯.৯১৩ কিলোমিটার), এয়ারোসিটি থেকে আইজিডি বিমানবন্দর টি-১ (২.২৬৩ কিলোমিটার) এবং তুঘলকাবাদ থেকে কালিন্দি কুঞ্জ (৯.৩ কিলোমিটার) মেট্রো রেলপথ। মোট ১৬.০৭৬ কিলোমিটার দীর্ঘ তিনটি মেট্রো রেলপথ নির্মাণে খরচ ধরা হয়েছে ১২০১৪.৯১ কোটি টাকা। জানা গেছে, এর অর্থসংস্থানের দায়িত্বে থাকছে ভারত সরকার, দিল্লি সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক তহবিল সংস্থা।

উল্লেখ্য, সামগ্রিকভাবে দিল্লি মেট্রোতে দিনে ৬৫ লক্ষ যাত্রী যাতায়াত করেন। রাজধানী এবং তার আশপাশের এলাকা জুড়ে রয়েছে ১২টি মেট্রো রেলপথ- যার মোট দৈর্ঘ্য প্রায় ৩৯৫ কিলোমিটার। দিল্লি অঞ্চলে ২৮৯টি মেট্রো স্টেশন রয়েছে সব মিলিয়ে। সেন্ট্রাল ভিস্তা এলাকাকে সংযুক্ত করে তৈরি হওয়া করিডরটি বিভিন্ন কর্তব্য ভবনে যাতায়াত সহজ করে তুলবে। দৈনিক ভিত্তিতে উপকৃত হবেন ৬০ হাজার অফিস যাত্রী এবং প্রায় ২ লক্ষ যাত্রী। পরিবেশবান্ধব পরিবহণ প্রণালীর ক্ষেত্রেও অত্যন্ত সহায়ক হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande