
নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার একটি প্রাচীন সংস্কৃত শ্লোক শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এই শ্লোকে একজন প্রকৃত পণ্ডিতের সংজ্ঞা দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়া এক্স মাধ্যমে তিনি লিখেছেন :
যস্য কৃত্যম ন বিঘ্নন্তি শীতমুষ্ণম ভয়া রতি।
সমৃদ্ধিরসমৃদ্ধির্বা স বৈ পণ্ডিত উচ্চতে।
এই শ্লোকের অর্থ হল: যিনি শৈত্য বা তাপ, ভয় বা ভালোবাসা, সম্পদ বা দারিদ্র্য উপেক্ষা করে কাজ করে যান, তিনিই প্রকৃত জ্ঞানী।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ