সাঁওতালি ভাষায় সংবিধান প্রকাশ করলেন রাষ্ট্রপতি
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): সাঁওতালি ভাষায় সংবিধান প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানে তিনি সেটি প্রকাশ করেন। রাষ্ট্রপতি জানান, এটি সাঁওতালি সম্প্রদায়ের কাছে খুবই গর্বের বিষয়। তাঁরা অলচিকি হরফে লেখ
সাঁওতালি ভাষায় সংবিধান প্রকাশ করলেন রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): সাঁওতালি ভাষায় সংবিধান প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানে তিনি সেটি প্রকাশ করেন। রাষ্ট্রপতি জানান, এটি সাঁওতালি সম্প্রদায়ের কাছে খুবই গর্বের বিষয়। তাঁরা অলচিকি হরফে লেখা সংবিধান পড়তে পারবেন। উল্লেখ্য, চলতি বছরই অলচিকি হরফের শতবর্ষ পূর্ণ হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।

অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন, সমস্ত সাঁওতালি মানুষের গর্ব এবং আনন্দের বিষয় যে এখন থেকে ভারতের সংবিধান পাওয়া যাবে অলচিকি লিপিতে লিখিত সাঁওতালি ভাষায়। এর ফলে তাঁরা তাঁদের নিজেদের ভাষায় সংবিধান পড়তে এবং বুঝতে সক্ষম হবেন। রাষ্ট্রপতি এও বলেন, এই বছর আমরা অলচিকি লিপির শতবর্ষ পালন করছি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande