মহারাষ্ট্রের নান্দেরে একই পরিবারের চারজনের দেহ উদ্ধার
নান্দের, ২৫ ডিসেম্বর (হি.স.): বড়দিনের সকালে এক পরিবারের চার জনেরই মৃত্যু হয়েছে একই দিনে। বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের নান্দের জেলার দুটি ভিন্ন স্থানে এক কৃষক, তাঁর স্ত্রী এবং তাঁদের দুই ছেলের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা
মৃত্যু


নান্দের, ২৫ ডিসেম্বর (হি.স.): বড়দিনের সকালে এক পরিবারের চার জনেরই মৃত্যু হয়েছে একই দিনে। বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের নান্দের জেলার দুটি ভিন্ন স্থানে এক কৃষক, তাঁর স্ত্রী এবং তাঁদের দুই ছেলের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই আত্মঘাতী হয়েছেন তাঁরা। জানা গিয়েছে, সকাল ৮টার দিকে মুদখেদ তহসিলের জাওয়ালা মুরার গ্রামে তাঁদের বাড়িতেই একটি খাটের উপরে রমেশ সোনাজি লাখে (৫১) এবং তাঁর স্ত্রী রাধাবাই লাখের (৪৫) মৃতদেহ পাওয়া যায়। পরে তাঁদের ছেলে উমেশ (২৫) এবং বজরং (২৩)-এর মৃতদেহ মেলে কাছাকাছি রেললাইনে। পুলিশের অনুমান, তাঁরা দ্রুতগামী ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মঘাতী হন। লাখে পরিবারের সদস্যরা প্রান্তিক কৃষক ছিলেন। সামান্য জমিজায়গা ছিল তাঁদের। আর্থিক অনটনের কারণে পরিবারের চারজন আত্মহত্যা করেছেন বলে সন্দেহ স্থানীয় বাসিন্দাদে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande