কর্নাটকে বাস দুর্ঘটনায় দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর, ঘোষণা আর্থিক সহযোগিতার
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার ভোরে কর্নাটকের চিত্রদুর্গ জেলার ৪৮ নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় দাউদাউ করে জ্বলে ওঠে একটি যাত্রিবাহী বাস। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। গুরুতর জখম ১৫ জন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধা
কর্নাটকে বাস দুর্ঘটনায় দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর, ঘোষণা আর্থিক সহযোগিতার


নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার ভোরে কর্নাটকের চিত্রদুর্গ জেলার ৪৮ নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় দাউদাউ করে জ্বলে ওঠে একটি যাত্রিবাহী বাস। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। গুরুতর জখম ১৫ জন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় এর তরফে। পাশাপাশি, আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলেও জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

উল্লেখ্য, বেঙ্গালুরু থেকে শিবমোগার দিকে যাওয়ার সময়ে একটি বেসরকারি স্লিপার বাসে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক। তাতে বাসটিতে আগুন ধরে যায়। সেই অবস্থাতে ছুটতে থাকে বাস। এই ঘটনায় অন্তত ৯ জন জীবন্ত পুড়ে মারা গিয়েছেন। ৪৮ নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে বাসে ধাক্কা মারে। বাসটিতে চালক ও কনডাক্টর-সহ মোট ৩২ জন ছিলেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande