লখনউতে বৃহস্পতিবার রাষ্ট্র প্রেরণা স্থল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০১-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার উত্তর প্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি লখনউতে রাষ্ট্র প্রেরণা স্থল এর উদ্বোধন করবেন| পাশাপাশি তিনি একটি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০১-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার উত্তর প্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি লখনউতে রাষ্ট্র প্রেরণা স্থল এর উদ্বোধন করবেন| পাশাপাশি তিনি একটি জনসভায় ভাষণও দেবেন। এই রাষ্ট্র প্রেরণাস্থল অটল বিহারী বাজপেয়ীর দূরদর্শী নেতৃত্বের প্রতি শ্রদ্ধার অর্ঘ্য।

জানা গেছে, রাষ্ট্র প্রেরণা স্থল হল স্বাধীন ভারতের বিশিষ্ট রাষ্ট্রনেতাদের উত্তরাধিকারকে সম্মান জানাতে নির্মিত একটি স্থায়ী জাতীয় স্মারক প্রাঙ্গণ। এটি প্রায় ২৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়| ৬৫ একর এলাকা জুড়ে বিস্তৃত এই প্রাঙ্গণ। এই প্রাঙ্গণে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং অটল বিহারী বাজপেয়ীর ৬৫ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি রয়েছে। এখানে ৯৮ হাজার বর্গফুট জুড়ে একটি পদ্ম আকৃতির অত্যাধুনিক সংগ্রহশালাও গড়ে তোলা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande