
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ভারতীয় ক্রীড়াবিদরা ধারাবাহিকভাবে রেকর্ড ভাঙছেন এবং বিশ্ব ক্রীড়া মানচিত্রে দেশের জন্য একটি নতুন পরিচয় প্রতিষ্ঠিত করছেন। তিনি বলেন, আজ খেলাধুলো কেবল প্রতিযোগিতার মাধ্যম নয়, বরং দেশের গৌরব এবং যুব ক্ষমতায়নের একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশব্যাপী সাংসদ খেল মহোৎসবের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেন। তিনি বলেন, একসময় খেলাধুলোকে সময়ের অপচয় হিসেবে মনে করা হত| আজ সমাজ বুঝতে পারছে যে খেলাধুলো কেবল ব্যক্তিগত উন্নয়নই করে না, বরং সমগ্র সমাজের ভাগ্যকেও বদলে দিতে পারে। এখন খেলাধুলোয় সীমাহীন সুযোগ| স্বচ্ছ ব্যবস্থা, প্রতিভা এবং কঠোর পরিশ্রম সাফল্যের ভিত্তি হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে ২০১৪ সালের আগে, দেশের ক্রীড়া বাজেট ১২ হাজার কোটি টাকার কম ছিল, আজ তা বেড়ে ৩০ হাজার কোটি টাকারও বেশি হয়েছে। তিনি বলেন, ২০৩০ সালে আহমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে বিশ্বের নজর ভারতের দিকে থাকবে| ভারত ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্যও চেষ্টা চালাচ্ছে। সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী অভিভাবকদের আহ্বান জানান। সাংসদ খেল মহোৎসবকে একটি গণআন্দোলন হিসাবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, এটি সারা দেশে ২৯০ জনেরও বেশি সাংসদদের দ্বারা আয়োজিত হয়েছে| ১ কোটিরও বেশি তরুণ ক্রীড়াবিদ নিবন্ধন করেছেন। শহর থেকে গ্রাম পর্যন্ত তরুণদের অংশগ্রহণ এতে ব্যাপক প্রভাব দেখা গেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ