
পূর্ব চম্পারণ, ২৭ ডিসেম্বর (হি.স.) : গোপন সূত্রের ভিত্তিতে বিহারের পূর্ব চম্পারণের ছাতাউনি থানার অন্তর্গত জয়সওয়াল হোটেলের কাছে পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ কাপ সিরাপসহ এক বাইক আরোহী পাচারকারীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি মোটরসাইকেলে করে নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের চেষ্টা করছিল।
শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম অর্জুন কুমার (২৬) । তার কাছ থেকে তিনটি কার্টুনে মোট ৩৬০ বোতল কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত সিরাপ ছিল। পাশাপাশি পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য