নির্বাচন সংক্রান্ত একাধিক ইস্যুতে সিইসি-র সঙ্গে বৈঠকে দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ২৭ ডিসেম্বর ( হি. স.):- নির্বাচন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আগামী ৩১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দলের আরও কয়েকজন শীর্ষ নেতা থাকবেন বলে দল
অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২৭ ডিসেম্বর ( হি. স.):- নির্বাচন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আগামী ৩১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দলের আরও কয়েকজন শীর্ষ নেতা থাকবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। দিল্লিতে গিয়ে তাঁরা ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন।শনিবার এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে রাজ্যে এবং জাতীয় স্তরে নির্বাচন পরিচালনা, ভোটার তালিকা সংশোধন, প্রশাসনিক নিরপেক্ষতা, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ও বিভিন্ন অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। দলের দাবি, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে তাদের বক্তব্য ও অভিযোগ তুলে ধরতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। পাশাপাশি, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বিষয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের দাবি।এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিরোধী শিবিরের মতে, আসন্ন নির্বাচনের প্রেক্ষিতেই নির্বাচন কমিশনের সঙ্গে আগাম যোগাযোগে গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে, ৩১ ডিসেম্বরের এই দিল্লি সফর রাজ্য ও জাতীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande