
কলকাতা, ২৭ ডিসেম্বর (হি. স.) : বহু প্রতীক্ষিত শুনানি পর্ব শনিবার থেকে শুরু হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে প্রথম দফায় এ রাজ্যে তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এদিন থেকেই তিন দফা নথি হাতে নিয়ে হাজিরা দিয়েছেন ভোটাররা। স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ এস আই আর তথা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কাজ চলছে জোর কদমেই। কলকাতা থেকে কালিম্পং সর্বত্রই এদিন থেকেই শুরু হয়েছে নথি যাচাই এর কাজ। বৈধতা বজায় রাখতে নাগরিকত্ব যাচাই করে দেখা হচ্ছে। (ক) জন্মগত শংসাপত্র। (খ) স্থায়ী বাসিন্দা হিসেবে শংসাপত্র। (গ) জাতিগত শংসাপত্র। উল্লেখ্য, এই তিন শংসাপত্র নিয়েই দফায় দফায় অভিযোগের পাহাড় জমেছে। সুতরাং তা খতিয়ে দেখার জন্য সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। কমিশনের এক শীর্ষ আধিকারিক এদিন জানান, সে কারণেই এদিন থেকেই সংশ্লিষ্ট ওই তিন শংসাপত্র শুনানি পর্বের সময় ভারপ্রাপ্ত আধিকারিকরা খুঁটিয়েই তা দেখে নিতে চাইছেন। পরিশেষে, নিখুঁতভাবে যাচাই করার প্রধান ও প্রথম কারণ হল - স্বচ্ছতার স্বার্থেই তা দাখিল করতে হবে। বিবেচনার উর্ধ্বে রয়েছে ভোটারদের বৈধতা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত