ঘন কুয়াশা নিয়ে পরিবহন দফতরের সতর্কবার্তা, চালকদের সাবধানতার আহ্বান
রায়পুর, ২৭ ডিসেম্বর (হি.স.) : উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশার কারণে একাধিক গুরুতর পথ দুর্ঘটনার প্রেক্ষিতে ছত্তিশগড়ে জেলা পরিবহন দফতর সতর্কবার্তা জারি করেছে। যাত্রিবাহী বাস ও বাণিজ্যিক যানবাহনের চালকদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো
ঘন কুয়াশা নিয়ে পরিবহন দফতরের সতর্কবার্তা, চালকদের সাবধানতার আহ্বান


রায়পুর, ২৭ ডিসেম্বর (হি.স.) : উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশার কারণে একাধিক গুরুতর পথ দুর্ঘটনার প্রেক্ষিতে ছত্তিশগড়ে জেলা পরিবহন দফতর সতর্কবার্তা জারি করেছে। যাত্রিবাহী বাস ও বাণিজ্যিক যানবাহনের চালকদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

শনিবার পরিবহন দফতর জানিয়েছে, কুয়াশায় গাড়ি চালানোর সময় হেডলাইট অবশ্যই লো-বিম মোডে রাখতে হবে। ফগ ল্যাম্প থাকলে তা ব্যবহার করতে হবে। পাশাপাশি ধীরগতিতে গাড়ি চালানো, পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা, নির্দিষ্ট লেন ব্যবহার করা ও ওভারটেক এড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অত্যধিক কুয়াশার ক্ষেত্রে নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে পার্কিং লাইট জ্বালিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande