
আগরতলা, ২৭ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মৃতদেহ শনিবার আগরতলায় নিয়ে আসা হয়েছে। আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভা ভবন প্রাঙ্গণে। সেখানে রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত বিশ্ববন্ধু সেনকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
উল্লেখ্য, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শুক্রবার সকালে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং গত কয়েক মাস ধরে সেখানেই চিকিৎসাধীন ছিলেন। তাঁর প্রয়াণে রাজ্যজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিশ্ববন্ধু সেন রাজনৈতিক জীবনের সূচনা করেছিলেন কংগ্রেসের হাত ধরে। পরে তিনি বিজেপিতে যোগ দেন এবং ২০১৮ সালের ২১ জুন ত্রিপুরা বিধানসভার একাদশতম অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে চারবারের বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়া বিশ্ববন্ধু সেন প্রশাসনিক দক্ষতা, শান্ত স্বভাব এবং সংসদীয় ঐতিহ্য রক্ষায় তাঁর দৃঢ় ভূমিকার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ