ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল, তীব্র অভিযোগ
কলকাতা, ২৭ ডিসেম্বর ( হি. স.):- ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে শনিবার কমিশনে ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এদিন প্রতিনিধি দলে ছিলেন মলয় ঘটক, অরূপ বিশ্বাস, চন্দ্রি
টিএমসি ডেপুটেশন


কলকাতা, ২৭ ডিসেম্বর ( হি. স.):- ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে শনিবার কমিশনে ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এদিন প্রতিনিধি দলে ছিলেন মলয় ঘটক, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা ও মানুষ ভূঁইয়া।তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বাংলায় গণতন্ত্র বজায় রাখার ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন বিপরীত ভূমিকা নিচ্ছে। তাঁদের দাবি, এএসডিডি প্রক্রিয়ায় প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। ইআরও নেটের মাধ্যমে তথ্য নেওয়ার পর কেন্দ্রের নির্দেশে নাম বাদ দেওয়া হচ্ছে। এমনকি একটি রাজনৈতিক দলের নির্দেশে এক কোটি ভোটারের নাম বাদ দেওয়ার পরিকল্পনা কার্যকর করা হচ্ছে বলেও অভিযোগ তৃণমূলের। ইআরও-র ক্ষমতা খর্ব করে ডিইও-র মাধ্যমে যাচাই করানো হচ্ছে বলেও প্রশ্ন তোলা হয়েছে।২৭ ডিসেম্বর থেকে শুনানি শুরু হলেও অল্প সময়ের মধ্যে ভিনরাজ্যে কর্মরত ভোটারদের হাজির হওয়া কার্যত অসম্ভব বলে দাবি করা হয়। এর ফলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি, একটি বেসরকারি সংস্থা কেপিটি-র মাধ্যমে সমীক্ষা করানো নিয়েও আপত্তি জানানো হয়।অরূপ বিশ্বাস বলেন, ৫৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়লেও তা জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না। বিএলও অ্যাপ কাজ না করায় ভোটাররা সমস্যায় পড়ছেন। তিনি অভিযোগ করেন, প্রবীণদের ডেকে হেনস্থা ও ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। তৃণমূলের দাবি, বিজেপির ষড়যন্ত্রে নির্বাচন কমিশন পুতুলের মতো কাজ করছে। ভোটারের স্বার্থে এই অভিযোগ জানানো হয়েছে বলে জানান নেতারা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande