
হাফলং (অসম), ২৭ ডিসেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তৰ্গত মাহুর থানা এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কের পাশে ২৩ নম্বর আসাম পুলিশ ব্যাটালিয়নের এক জওয়ানের মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা গেছে, নমজান গ্রামের সেইমিংহাও লুংহাম নামের আসাম পুলিশ ব্যাটালিয়নের জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে মাহুরের ২৭ নম্বর জাতীয় সড়কের পাশে। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
অবরোধকারীদের অভিযোগ, সেইমিংহাও লংহামকে খুন করে ফেলে দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, যেখান থেকে জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সেখান থেকে প্রায় ৫০ মিটার দূর থেকে পুলিশ তাঁর পরিত্যক্ত অবস্থায় স্কুটি উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, মৃত সেইমিংহাওযের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এদিকে শুক্রবার সন্ধ্যায় সড়ক অবরোধকারীদের ব্যাটালিয়নের জওয়ানের মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে উপযুক্ত তদন্ত করা হবে বলে পুলিশে আশ্বাস পেয়ে অবরোধকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।
আজ শনিবার সকালে মৃত সেইমিংহাও লুংহামের ময়না তদন্তের পর পুলিশ মৃতদেহ তাঁর পরিবারের হাতে সমঝে দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব