
হামিরপুর, ২৭ ডিসেম্বর (হি.স.): বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। উত্তর প্রদেশের হামিরপুর জেলার রথ থানা এলাকার গালিহায়া গ্রামের বাসিন্দা জিতু নামের ওই যুবকের মৃত্যু হয় উমানিয়া গ্রামে বিদ্যুতের খুঁটিতে ওঠার সময়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের স্ত্রী অভিযোগের ভিত্তিতে রামপাল, মৃগেন্দ্র, রাহুল, মনীষ, প্রীতম ও সন্তোষের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই জিতুকে বিদ্যুতের খুঁটিতে উঠতে বলেন। অসাবধানতার ফলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য