
আলিপুরদুয়ার, ২৭ ডিসেম্বর (হি.স.): ট্রাক ও একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩ জনের। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ৩১ নম্বর জাতীয় সড়কের ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে জাতীয় সড়কে অলিপুরদুয়ারগামী একটি ছোট গাড়ির সঙ্গে অপরদিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ছোট গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে যায় ট্রাকটিও। ঘটনায় ছোট গাড়িতে থাকা আহত ৩জনকে উদ্ধার করে অলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৩ জনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃত ৩ জনই অলিপুরদুয়ারের বাসিন্দা বলে জানা গেছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ