'খুব খারাপ' রাজধানীর বাতাসের গুণগত মান
নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): ৪০০-র গণ্ডি পেরোলো দিল্লির বিভিন্ন এলাকার বায়ুর গুণগত মানের সূচক। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, রবিবার সকালে আনন্দ বিহারের বায়ু মান সূচক ছিল ৪৪৫, নেহরুনগরে ৪৩৩, শাদিপুরে ৪৪৫। সার্বিক ভাবে দিল্লির
দিল্লির দূষণ


নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): ৪০০-র গণ্ডি পেরোলো দিল্লির বিভিন্ন এলাকার বায়ুর গুণগত মানের সূচক। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, রবিবার সকালে আনন্দ বিহারের বায়ু মান সূচক ছিল ৪৪৫, নেহরুনগরে ৪৩৩, শাদিপুরে ৪৪৫। সার্বিক ভাবে দিল্লির বায়ু মান সূচক ৩৯১, যা 'খুব খারাপ' পর্যায়ে পড়ে। ধোঁয়াশার দাপটে এ দিন সকালে দৃশ্যমানতা ছিল না বললেই চলে।

উল্লেখ্য, বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) এর সূচক ০-৫০ এর মধ্যে থাকলে 'ভালো', ৫১-১০০ একিউআই-কে 'সন্তোষজনক' হিসেবে গণ্য করা হয়, ১০১-২০০ একিউআই-কে 'মাঝারি' গুণমান হিসেবে ধার্য করা হয়, ২০১-৩০০ একিউআই-কে 'খারাপ' বলা হয়ে থাকে, ৩০১-৪০০ একিউআই-কে 'খুব খারাপ' পর্যায়ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং ৪০১-৫০০ কে 'গুরুতর' বলে বিবেচনা করা হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande