
পাটনা, ২৮ ডিসেম্বর (হি.স.): স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে পড়ল সিমেন্ট বোঝাই মালগাড়ির একাধিক কামরা। শনিবার গভীর রাতে হাওড়া-পাটনা-দিল্লি মেইন লাইনে সিমুলতলা স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। অল্পের জন্য রক্ষা পান চালক এবং গার্ড। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালগাড়িটি আসানসোল থেকে বিহারের সীতামরহি যাচ্ছিল। সিমুলতলা স্টেশনে ঢোকার আগে বাড়ুয়া নদীর সেতুর উপরে দুর্ঘটনাটি ঘটে। বিকট শব্দ করে লাইনচ্যুত হয় ১৯টি বগি। অনেকগুলি বগি সেতুর নীচে গিয়ে পড়ে। ইঞ্জিনটি প্রায় ৪০০ মিটার এগিয়ে তেলওয়া বাজার হল্টের কাছে গিয়ে দাঁড়ায়। মালগাড়িতে সিমেন্ট বোঝাই ছিল। দুর্ঘটনার পরেই চারদিক সিমেন্টের গুঁড়োয় ঢেকে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় রেল পুলিশেও।
জানা গিয়েছে, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন চালক এবং গার্ড। তবে কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ