প্রয়াত ফরাসি অভিনেত্রী ব্রিজিট বাডো
প্যারিস, ২৮ ডিসেম্বর (হি. স.) : প্রয়াত হলেন বিশিষ্ট ফরাসি অভিনেত্রী ব্রিজিট বাডো। রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ১৯৫২ সালে অভিনয় জীবন শুরু করেন এবং ১৯৫৭ সালে ‘অ্যান্ড গড ক্রিয়েটেড ওম্যান’ (১৯৫৬) চল
প্রয়াত ফরাসি অভিনেত্রী ব্রিজিট বাডো


প্যারিস, ২৮ ডিসেম্বর (হি. স.) : প্রয়াত হলেন বিশিষ্ট ফরাসি অভিনেত্রী ব্রিজিট বাডো। রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

১৯৫২ সালে অভিনয় জীবন শুরু করেন এবং ১৯৫৭ সালে ‘অ্যান্ড গড ক্রিয়েটেড ওম্যান’ (১৯৫৬) চলচ্চিত্রে তাঁর অভিনয়ের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন। জঁ-লুক গদারের চলচ্চিত্র ‘লে মেপ্রিস’ (১৯৬৩)-এ তাঁর অভিনয় মুগ্ধ করে সকলকে। বিশ্বের অন্যতম সুন্দরী নায়িকাদের তালিকায় তাঁকে প্রথম সারিতে রাখা হয় এবং তার ফ্যাশন ও সৌন্দর্য বিশ্বজুড়ে আইকনিক হয়ে ওঠে। অভিনয় জীবন শেষ হলে তিনি পশুদের অধিকার রক্ষায় একাধিক কাজ করে স্বীকৃতি পেয়েছেন। তার মৃত্যু ফরাসি সিনেমা এবং বিশ্ব সংস্কৃতিতে এক অপূরণীয় ক্ষতি

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande