পুদুচেরি সফরে উপরাষ্ট্রপতি, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা
নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ সোমবার পুদুচেরি সফরে যাচ্ছেন| তাঁর সফর ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুলিশ ও প্রশাসনের তরফে| এদিন তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। উপরাষ্ট্রপতি এদিন দিল্লি থেকে সা
উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ


নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ সোমবার পুদুচেরি সফরে যাচ্ছেন| তাঁর সফর ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুলিশ ও প্রশাসনের তরফে| এদিন তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। উপরাষ্ট্রপতি এদিন দিল্লি থেকে সামরিক বিমানে ত্রিচি বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারে পুদুচেরির উদ্দেশ্যে রওনা হবেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন উপরাজ্যপাল কৈলাসনাথন এবং মুখ্যমন্ত্রী রঙ্গস্বামী।

তাঁর সফরসূচির মধ্যে রয়েছে একাধিক কর্মসূচি| উপরাষ্ট্রপতি এদিন কাম্বান কালাইরাং যাবেন| সেখানে তিনি কুমারগুরু পল্লম স্মার্ট সিটি প্রকল্পে নির্মিত অ্যাপার্টমেন্ট উদ্বোধন করবেন। এরপর তিনি ভারতিয়ারের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন| পাশাপাশি স্মারক ভবন পরিদর্শন করবেন। তিনি এদিন একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন। বিকেলে তিনি কলা পাত্তুভিনের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়-এ যাবেন| সেখানে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান অনুষ্ঠান হবে। উপরাষ্ট্রপতি এদিন আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande