
নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): আরাবল্লী পাহাড় ও পর্বতমালার অভিন্ন সংজ্ঞা গ্রহণ করে গত ২০ নভেম্বর যে নির্দেশ দেওয়া হয়েছিল, সোমবার সুপ্রিম কোর্ট নিজেই তা স্থগিত করেছে। আরাবল্লী পাহাড়ের নতুন সংজ্ঞা পুনর্বিবেচনার কথা সোমবার জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই অবস্থানকে স্বাগত জানালেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। তিনি জানান, আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত আদেশে স্থগিতাদেশ জারি এবং বিষয়গুলো খতিয়ে দেখার জন্য নতুন কমিটি গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে আমি স্বাগত জানাই| আরাবল্লী পর্বতমালার পরিবেশ রক্ষার ব্যাপারে আমরা এখনও আগের মতোই বদ্ধপরিকর৷
উল্লেখ্য, প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর অবকাশকালীন বেঞ্চ বিষয়টির পুঙ্খানুপুঙ্খ ও সামগ্রিক পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে এ কথা জানানো হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, কিছু বিষয় আরও স্পষ্ট হওয়া প্রয়োজন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ