সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): কঠোর পরিশ্রমী ও উদ্যোগী মানুষের কাছে কোনও কিছুই অসম্ভব নয় – সোমবার সোশ্যাল মিডিয়ায় এই বার্তা সম্বলিত সংস্কৃত সুভাষিতম তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সংস্কৃত সুভাষিতম সোশ্যাল মিডিয়া এক্স মাধ্যমে পোস্
সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): কঠোর পরিশ্রমী ও উদ্যোগী মানুষের কাছে কোনও কিছুই অসম্ভব নয় – সোমবার সোশ্যাল মিডিয়ায় এই বার্তা সম্বলিত সংস্কৃত সুভাষিতম তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই সংস্কৃত সুভাষিতম সোশ্যাল মিডিয়া এক্স মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন,

নাত্যুচ্চশিখরো মেরুনার্তিনিচ রসতলম্।

ব্যবসায়দ্বিতিয়ানা নাত্যপারো মহোদধিঃ ॥

এই সুভাষিতমে বলা হয়েছে সম্পূর্ণ ভাবে অলঙ্ঘ্য কোনও পর্বত নেই এবং এমন কোনও গভীর স্থান নেই যেখানে পৌঁছনো যায় না! পাড়ি দেওয়া অসম্ভব এমন কোনও সাগরও নেই।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande