বারাণসীর সন্ত রবিদাস মন্দিরে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই
বারাণসী, ২৯ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বারাণসীর সির গোবর্ধনপুরে অবস্থিত সন্ত শিরোমণি রবিদাসের জন্মস্থল রবিদাস মন্দির চত্বরে সোমবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দ্রুত দমকল বাহিনী ও পুলিশের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। জানা গেছে
বারাণসীর সন্ত রবিদাস মন্দিরে অগ্নিকাণ্ড, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব


বারাণসী, ২৯ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বারাণসীর সির গোবর্ধনপুরে অবস্থিত সন্ত শিরোমণি রবিদাসের জন্মস্থল রবিদাস মন্দির চত্বরে সোমবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দ্রুত দমকল বাহিনী ও পুলিশের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

জানা গেছে, সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিট নাগাদ মন্দিরের পেছনের অংশে একটি ঘরে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনী, পুলিশ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। মন্দির কর্তৃপক্ষের সহযোগিতায় দমকল বাহিনীর কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই ঘটনায় কারওর আহত হওয়ার খবর নেই। মন্দিরে স্থাপিত সন্ত রবিদাসের মূর্তি ও প্রধান প্রবেশদ্বার সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপস্থিত সকল ভক্তকে নিরাপদে বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এক পুলিশ আধিকারিক জানান, সময়মতো ব্যবস্থা নেওয়ার ফলে আগুন ছড়িয়ে পড়েনি এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande