হলান্ডের রেকর্ড, ফোডেনের জোড়া গোল, ম্যানচেস্টার সিটির রোমাঞ্চকর জয়
ম্যানচেস্টার, ৩ ডিসেম্বর (হি.স.): প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে দ্বিতীয়ার্ধে নাটকীয়তায় ভরা ছিল ফুলহ্যাম ও ম্যানচেস্টার সিটির ম্যাচটি। দারুণ নৈপুণ্যে দেখিয়ে আর্লিং হলান্ডের দল ম্যানচেস্টার সিটি শেষ পর্যন্ত ৫-৪ গোলে জিতেছে। প্রিমিয়ার লিগের ম্যাচট
হলান্ডের রেকর্ড, ফোডেনের জোড়া গোল,ম্যানচেস্টার সিটির রোমাঞ্চকর জয়


ম্যানচেস্টার, ৩ ডিসেম্বর (হি.স.): প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে দ্বিতীয়ার্ধে নাটকীয়তায় ভরা ছিল ফুলহ্যাম ও ম্যানচেস্টার সিটির ম্যাচটি। দারুণ নৈপুণ্যে দেখিয়ে আর্লিং হলান্ডের দল ম্যানচেস্টার সিটি শেষ পর্যন্ত ৫-৪ গোলে জিতেছে।

প্রিমিয়ার লিগের ম্যাচটিতে হলান্ডের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান টিয়ানি রেইনডার্স। এরপর বিরতির আগে-পরে দুটি গোল করেন ফিল ফোডেন। তাঁর জোড়া গোলের মাঝে প্রথমার্ধের একেবারে শেষ দিকে একটি গোল শোধ করেন এমিলি স্মিথ।

আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ার পরই ফুলহ্যামের ঘুরে দাঁড়ানোর শুরু। আলেক্স আইওবি দলের দ্বিতীয় গোল করার পর, কয়েক মিনিটের মধ্যে দুটি গোল করেন স্যামুয়েল। এরপরও শেষ ২০ মিনিটে প্রবল চাপ তৈরি করে ফুলহ্যাম। কোনওমতে সেই চাপ সামলে জয় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি।

প্রিমিয়ার লিগে ১১১ ম্যাচ খেলে ১০০ গোল করলেন নরওয়ের তারকা। এতদিন রেকর্ডটি ছিল ইংলিশ গ্রেট অ্যালান শিয়েরারের।

ম্যাচের প্রথমার্ধে আটটি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে সিটি। দ্বিতীয়ার্ধে তারা চারটি শট নিয়ে কেবল একটি লক্ষ্যে রাখতে পারে। আর প্রথমার্ধে কেবল তিনটি শট নেওয়া ফুলহ্যাম বিরতির পর নেয় আরও ৯টি শট, তাদের মোট ৬টি শট লক্ষ্যে ছিল।

১৪ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল, একটি ম্যাচ অবশ্য কম খেলেছে তারা। তৃতীয় স্থানে চেলসির পয়েন্ট ২৪, তারাও খেলেছে ১৩ ম্যাচ।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande