
বার্সিলোনা, ৩ ডিসেম্বর (হি.স.): কাম্প নউয়ে মঙ্গলবার রাতে লা লিগায় আতলেতিকোকে ৩-১ গোলে হারিয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সিলোনা।
প্রথমার্ধে আলেক্স বায়েনার গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে দলকে এগিয়ে নেন দানি ওলমো। আর একেবারে শেষ মিনিটে জয় নিশ্চিত করেন ফেররান তরেস।
পুরো ম্যাচে ৫৮ শতাংশ বল পজেশন রেখে গোলের জন্য ১৯টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পেরেছে বার্সিলোনা। আর আতলেতিকোর ৭ শটের ২টি লক্ষ্যে ছিল।
১৫ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সিলোনা। ৪ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ, তবে একটি ম্যাচ কম খেলেছে শাবি আলোন্সোর দল।
বার্সিলোনার সমান ম্যাচে দ্বিতীয় হারে আতলেতিকো ৩১ পয়েন্ট নিয়ে চারে আছে। টানা ছয় ম্যাচে জয়ের পর হারের মুখ দেখল দিয়েগো সিমেওনের দল।
১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ভিয়ারেয়াল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি