বুধবার হকির জাদুকর কিংবদন্তি ধ্যান চাঁদের প্রয়াণ দিবস
কলকাতা, ৩ ডিসেম্বর (হি.স.): হকির জাদুকর মেজর ধ্যান চাঁদ দক্ষতা, শৃঙ্খলা এবং ক্রীড়া উৎকর্ষতার প্রতীক। ১৯০৫ সালের ২৯ আগস্ট এলাহাবাদে জন্মগ্রহণ করেন। ৩ ডিসেম্বর তাঁর মৃত্যু দিন। তাঁর অসাধারণ কর্মজীবন ১৯২৮, ১৯৩২ এবং ১৯৩৬ সালে ভারতকে অলিম্পিক গৌরব এন
হকির জাদুকর কিংবদন্তি ধ্যানচাঁদের আজ প্রয়াণ দিবস


কলকাতা, ৩ ডিসেম্বর (হি.স.): হকির জাদুকর মেজর ধ্যান চাঁদ দক্ষতা, শৃঙ্খলা এবং ক্রীড়া উৎকর্ষতার প্রতীক। ১৯০৫ সালের ২৯ আগস্ট এলাহাবাদে জন্মগ্রহণ করেন। ৩ ডিসেম্বর তাঁর মৃত্যু দিন। তাঁর অসাধারণ কর্মজীবন ১৯২৮, ১৯৩২ এবং ১৯৩৬ সালে ভারতকে অলিম্পিক গৌরব এনে দিয়েছিল।

ভারত সরকার ২০০২ সাল থেকে প্রতিবছর তাঁর জন্মদিনে ধ্যান চাঁদ পুরস্কার প্রবর্তন করে, যা ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ জীবনকালের কৃতিত্বের পুরস্কার। এই দিনটি

প্রতি বছর জাতীয় ক্রীড়া দিবস হিসেবেও পালিত হয়।

মেজর ধ্যানচাঁদ কেবল হকিতেই একজন অসাধারণ এবং স্বাভাবিক প্রতিভা ছিলেন না। তিনি আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি তুলে ধরেছিলেন এমন একজন ব্যক্তিত্ব। তাঁর অতুলনীয় দক্ষতা, অসাধারণ দূরদর্শিতা এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে তিনি অলিম্পিকের সময় ভারতকে গর্বিত করেছিলেন। তাঁর নাম বিশ্বজুড়ে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে অ্যাথলেটিক্সকে অনুপ্রাণিত করে, যা তাঁকে ক্রীড়াপ্রেমের মহত্ত্বের চিরন্তন প্রতীক করে তোলে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande