ব্রাজিলিয়ান সিরি আ'য় আঘাত নিয়েই তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক
ব্রাসিলিয়া, ৪ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার আলফ্রেদো জাকোনি স্টেডিয়ামে নেইমারের হ্যাটট্রিকে ভর করে জুভেন্তুদকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। মাত্র ১৭ মিনিটের ব্যবধানে গোল তিনটি করেছেন নেইমার। এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এলো সান্তোস। ৩৭ ম্যাচ শে
ব্রাজিলিয়ান সিরি আ'য়  ইনজুরি নিয়েই তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক


ব্রাসিলিয়া, ৪ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার আলফ্রেদো জাকোনি স্টেডিয়ামে নেইমারের হ্যাটট্রিকে ভর করে জুভেন্তুদকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। মাত্র ১৭ মিনিটের ব্যবধানে গোল তিনটি করেছেন নেইমার। এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এলো সান্তোস।

৩৭ ম্যাচ শেষে ১১ জয় ও ১১ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে ১৪ তম স্থানে আছে সান্তোস। শেষ ম্যাচে হার এড়াতে পারলেই ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকবে পেইজিরা।

গত সপ্তাহে ক্লাবের সূত্র ইএসপিএন ব্রাজিলকে জানিয়েছিল যে, নেইমারের মরসুমের শেষে বাম হাঁটুর মেনিসকাস আঘাত সারাতে আর্থ্রোস্কোপিক সার্জারির প্রয়োজন হতে পারে। সূত্র আরও জানিয়েছে, ব্যথা উপশমে চিকিৎসা নিয়ে নেইমার সান্তোসের শেষ দুই ম্যাচে খেলেছেন।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলের পর পিএসজির হয়ে ক্লেরেমন্তের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন নেইমার ।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande