ইংলিশ প্রিমিয়ার লিগ: সান্ডারল্যান্ডের আত্মঘাতী গোলে এক পয়েন্ট পেল আর্না স্লটের দল লিভারপুল
লিভারপুল, ৪ ডিসেম্বর (হি.স.): সান্ডারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে কোনও রকমে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল আর্না স্লটের দল লিভারপুল।অ্যানফিল্ডে বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৭ মিনিটে সান
ইংলিশ প্রিমিয়ার লিগ: সান্ডারল্যান্ডের আত্মঘাতী গোলে এক পয়েন্ট পেল আর্না স্লটের দল লিভারপুল


লিভারপুল, ৪ ডিসেম্বর (হি.স.): সান্ডারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে কোনও রকমে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল আর্না স্লটের দল লিভারপুল।অ্যানফিল্ডে বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬৭ মিনিটে সান্ডারল্যান্ডকে এগিয়ে নেন তালবি। ৮১ মিনিটে দলটির ডিফেন্ডার নর্দি মুকিয়েলের আত্মঘাতী গোলে সমতা ফেরে ম্যাচে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিনটি হারের পর গত রবিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে লিগ ম্যাচে ২-০ গোলে জিতেছিল লিভারপুল। সেই ধারা ধরে রাখতে পারল না লিভারপুল।

১৪ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল। ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে সান্ডারল্যান্ড।৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

আরেক ম্যাচে লিডস ইউনাইটেডের মাঠে ৩-১ গোলে হেরেছে চেলসি। ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে এন্টসো মারেস্কার দল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande