বেঙ্গালুরু বিমানবন্দরে ইন্ডিগোর শতাধিক বিমান বাতিল, সমস্যায় যাত্রীরা
বেঙ্গালুরু, ৫ ডিসেম্বর (হি.স.): বিমান সংস্থা ইন্ডিগো-য় শুক্রবারও বিপর্যস্ত পরিষেবা| এদিন ভোর থেকেই দেশের নানা প্রান্তে বিমানবন্দরে যাত্রীদের লম্বা লাইন, আর বিমান বাতিলের ঘোষণা খবরের শিরোনামে। প্রযুক্তিগত ও পরিচালনাগত সমস্যার কারণে শুক্রবার বেঙ্গ
বেঙ্গালুরু বিমানবন্দরে ইন্ডিগোর ১০২ ফ্লাইট বাতিল, সমস্যায় ভ্রমণকারীরা


বেঙ্গালুরু, ৫ ডিসেম্বর (হি.স.): বিমান সংস্থা ইন্ডিগো-য় শুক্রবারও বিপর্যস্ত পরিষেবা| এদিন ভোর থেকেই দেশের নানা প্রান্তে বিমানবন্দরে যাত্রীদের লম্বা লাইন, আর বিমান বাতিলের ঘোষণা খবরের শিরোনামে।

প্রযুক্তিগত ও পরিচালনাগত সমস্যার কারণে শুক্রবার বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগোর ১০২টি বিমান বাতিল করা হয়েছে। এদের মধ্যে ৫০টি ছাড়ার এবং ৫২টি আগমনের। এছাড়াও ৩০টির বেশি বিমান বিলম্বিত হয়েছে, যার ফলে ভ্রমণকারীরা ব্যাপক অসুবিধায় পড়েছেন।

বিমান বাতিলের খবর পাওয়ার পর যাত্রীরা বিমানবন্দরের ইন্ডিগো কাউন্টারে প্রতিবাদ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিমান বাতিল ও বিলম্বের কারণে ট্যাক্সি ও বাস সার্ভিসেও প্রভাব পড়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande