
নদিয়া, ৫ ডিসেম্বর (হি.স.) : পাচারের আগেই বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার হল নদিয়ার ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বানপুর সীমান্তে। গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকে। ধৃতকে জেরা করে তথ্য জানার চেষ্টায় তদন্তকারীরা। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।
বিএসএফ জওয়ানরা অন্যান্য দিনের মতোই বানপুর সীমান্তে টহল দিচ্ছিলেন। সীমান্ত সড়ক থেকে বানপুর গ্রামের দিকে এক ব্যক্তি বৃহস্পতিবার রাতে আসতে দেখে জওয়ানদের সন্দেহ হয়েছিল। জওয়ানরা তাঁকে দাঁড়াতে বললে সে পালাতে শুরু করে। তাড়া করে ওই ব্যক্তিকে ধরে ফেলেন জওয়ানরা। তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে সোনার বিস্কুট। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করা হয়। মোট ৩৬টি সোনার বিস্কুট পাওয়া গিয়েছে ধৃতের থেকে। ওই পরিমাণ সোনার মোট ওজন ৪২৩৪.৯৮ গ্রাম। যার আনুমানিক বাজারদর প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।
প্রসঙ্গত, দিন কয়েক আগেও নদিয়ার সীমান্তে প্রচুর সংখ্যায় সোনার বিস্কুট উদ্ধার হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সোনালি