
উত্তর দিনাজপুর, ৫ ডিসেম্বর (হি.স.): আদালত থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে এক আইনজীবীকে অপহরণের অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে রায়গঞ্জের বোগ্রাম এলাকায়। অপহৃত আইনজীবীর নাম জুলিয়াস নায়ার। পুলিশ জানিয়েছে, রাতে শহর লাগোয়া এলাকা থেকে ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে কাজ শেষ করে জুলিয়াস মোটরবাইক চালিয়ে হেমতাবাদে তাঁর বাড়ি ফিরছিলেন। রায়গঞ্জের বোগ্রাম দুর্গা মন্দিরের কাছে একটি স্করপিও গাড়ি তাঁর পথ আটকায়। গাড়ি থেকে কয়েকজন যুবক নেমে আইনজীবীকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলেন বলে অভিযোগ। তাঁর পিছনেই অমিত সাহা নামে অপর এক আইনজীবী বাড়ি ফিরছিলেন। জুলিয়াসকে অপহরণ করছে দেখে তিনি বাধা দিতে গেলে ওই যুবকরা তাঁকেও আক্রমণ করেন বলে অভিযোগ।
অমিতকে ধাক্কা মেরে সরিয়ে জুলিয়াসকে গাড়িতে উঠিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় তাঁরা। অপহরণের খবরে পেয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। যদিও পরবর্তীতে পুলিশের আশ্বাসে তা উঠে যায়।
এই ঘটনায় উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, 'পুলিশকে সমস্ত ঘটনা জানানো হয়েছে। এই ঘটনায় আমরা চরম আতঙ্কে রয়েছি।' অপহৃতের স্ত্রী নুরজাহান বেগম বলেন, 'সন্ধ্যায় আমি খবর পাই স্বামীকে কিডন্যাপ করা হয়েছে। ওর কোনও শত্রু নেই। কোনও মামলার জন্য ওকে কিডন্যাপ করা হয়েছে কি না বুঝতে পারছি না। মহা দুশ্চিন্তায় রয়েছি।'
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত