ঝাড়্গ্রামে জাল লটারি চক্রে আরও একজন গ্রেফতার, পুলিশি হেফাজতে তিনজন
ঝাড়্গ্রাম, ৫ ডিসেম্বর (হি.স.): জাল লটারি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে জামবনি থানার পুলিশ আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম রাজকুমার কর, বাড়ি চিঁচিড়া এলাকায়। শুক্রবার তাকে ঝাড়্গ্রাম আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন
ঝাড়্গ্রামে জাল লটারি চক্রে আরও একজন গ্রেফতার, পুলিশি হেফাজতে তিনজন


ঝাড়্গ্রাম, ৫ ডিসেম্বর (হি.স.): জাল লটারি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে জামবনি থানার পুলিশ আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম রাজকুমার কর, বাড়ি চিঁচিড়া এলাকায়। শুক্রবার তাকে ঝাড়্গ্রাম আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। পুলিশের সূত্রে জানা গেছে, জামবনি ও লালগড় থানার এলাকা থেকে এ পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, বিগত সোমবার রাতে জামবনি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চিঁচিড়া এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে জাল লটারি, লটারি ছাপানোর যন্ত্রপাতি সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে এবং শেখ সাদেকুল হক আনসারিকে গ্রেফতার করে।

পরে বৃহস্পতিবার রাতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চিঁচিড়া এলাকায় পুনরায় অভিযান চালিয়ে রাজকুমার করকে গ্রেফতার করা হয়। পুলিশ এখনও ধৃতদের হেফাজতে রেখেই তদন্ত শুরু করেছে, যাতে জানা যায় কতজন এই জাল লটারি চক্রের সঙ্গে যুক্ত রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande