শনিবার বেলডাঙায় হুমায়ুনের ডাকে মসজিদের সূচনাপর্বে আসতে পারে ৩ লক্ষ লোক
মুর্শিদাবাদ, ৫ ডিসেম্বর, (হি.স.): তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর পূর্ব ঘোষণা মাফিক শনিবার বাবরি মসজিদের শিলান্যাস করবেন বেলডাঙায়। তাঁর দাবি, শনিবার বেলডাঙার ১২ নম্বর জাতীয় সড়কের অদূরে মরাদিঘি মোড়ের কাছে প্রায় ২৫ বিঘ
শনিবার বেলডাঙায় হুমায়ুনের ডাকে মসজিদের সূচনাপর্বে আসতে পারে ৩ লক্ষ লোক


মুর্শিদাবাদ, ৫ ডিসেম্বর, (হি.স.): তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর পূর্ব ঘোষণা মাফিক শনিবার বাবরি মসজিদের শিলান্যাস করবেন বেলডাঙায়। তাঁর দাবি, শনিবার বেলডাঙার ১২ নম্বর জাতীয় সড়কের অদূরে মরাদিঘি মোড়ের কাছে প্রায় ২৫ বিঘা জমিতে ৩ লক্ষ লোক সমবেত হবেন। দেশের বাইর থেকেও অতিথিরা আসছেন।

শুক্রবার দিনভর চলে তার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। মসজিদের শিলান্যাস উপলক্ষে বেলডাঙার মরাদিঘি এলাকায় বিশাল আয়োজন হয়েছে। শনিবার থাকছে খাওয়াদাওয়ার ব্যবস্থাও। সে জন্য মুর্শিদাবাদের সাতটি ‘কেটারিং’ সংস্থাকে খাবার তৈরির বরাত দেওয়া হয়েছে। ৪০ হাজার অতিথির জন্য বিরিয়ানি প্রস্তুত করছে তারা।

অন্যদিকে, হুমায়ুনের মসজিদ নির্মাণ নিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করেছে প্রশাসন। মসজিদ নির্মাণের প্রস্তাব সংবিধান বিরোধী বলে অভিযোগ তুলে কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, এ ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে না।

অর্থাৎ, হুমায়ুনের মসজিদের শিলান্যাসে আপাতত কোনও বাধা নেই। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না-হয়, তা পুলিশকে নিশ্চিত করতে হবে। পুলিশ জানিয়েছে, তারা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande