
হুগলি, ৫ ডিসেম্বর (হি. স.) : হুগলির চণ্ডিতলায় আমজনতার জন্য প্রস্তুত বিদ্যাসাগর সংস্কৃতি সদন। শীততাপ নিয়ন্ত্রিত ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। আগামী ৭ ডিসেম্বর উদ্বোধন হবে বলে খবর।
মুখ্যমন্ত্রীর উদ্যোগে আর হুগলি জেলাপরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে নতুন করে সেজে উঠছে এই অডিটোরিয়াম। আগে এই এলাকার মানুষকে কোনও অনুষ্ঠানের জন্য যেতে হতো দূরে। অবশেষে সেই সমস্যা সমাধানের পথে। এবিষয়ে হুগলি জেলাপরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় বলেন, “আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী সত্যি চণ্ডিতলার মানুষের জন্য একটা বিশেষ উপহার দিয়েছেন। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এই অডিটোরিয়াম নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। এখানে ৫০০ মানুষ একসঙ্গে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় রাজ্যের মানুষের জন্য কাজ করে চলেছেন, এটাও তার প্রমাণ।”
এবিষয়ে স্থানীয় বাসিন্দা সোমনাথ মুখোপাধ্যায় বলেন, “সত্যি এটা আমাদের চণ্ডিতলার মানুষের জন্য খুবই বড় উপহার। আগে তো আমাদের যে কোনও অনুষ্ঠানের জন্য অনেক দূরে দূরে যেতে হতো। আর এখন সেই সমস্যা থাকবে না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও হুগলি জেলাপরিষদকে অনেক ধন্যবাদ।”
হিন্দুস্থান সমাচার / সোনালি